সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায় বাংলাবাজার পত্রিকা.কম শরীরের রোগ প্রতিরোধে ও সুরক্ষায় ‘গোল্ডেন মিল্ক’ বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই বাংলাবাজার পত্রিকা.কম নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাবাজার পত্রিকা.কম সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাবাজার পত্রিকা.কম কঠোর হস্তে দুর্নীতি দমনের ঘোষণা তারেক রহমানের বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার প্রকাশ্য বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাবাজার পত্রিকা.কম হেভিওয়েট রাজনীতির অবসান হবে: সারজিস আলম বাংলাবাজার পত্রিকা.কম ‘কৃষি ছাড়া উত্তর দেব না’, ছাত্রলীগ নেতার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

বই প্রকাশের রজত জয়ন্তীতে পলাশ মাহবুবের নতুন ৩ বই

বই প্রকাশের রজত জয়ন্তীতে পলাশ মাহবুবের নতুন ৩ বই

দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা পলাশ মাহবুব। লেখালেখির সাথে ছোটবেলা থেকেই যুক্ত। আর তার লেখা বই প্রকাশের শুরু এই শতাব্দীর একদম গোড়ায় অর্থাৎ ২০০০ সাল থেকে। সেই হিসেবে এবছর পলাশ মাহবুবের বই প্রকাশের ২৫ বছর তথা রজত জয়ন্তী। এই ২৫ বছরে প্রকাশিত হয়েছে ৬৬টির মতো বই। যার মধ্যে আছে গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ছড়া, রম্যরচনা ইত্যাদি।


এ বছর এই লেখকের ৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে গত বছরের মেলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘পমার বচন’ বইয়ের নতুন খণ্ড ‘পমার বচন ২’ উল্লেখযোগ্য। এছাড়া আরও প্রকাশিত হয়েছে ভালোবাসা ও প্রেমের ছোট ছোট জীবন ঘনিষ্ট শের-এর সংকলন ‘প্রেমাণুকাব্য’।

শিশু-কিশোরদের জন্য অনেক বছর ধরে ‘লজিক লাবু’ নামে দারুণ এক এডভেঞ্চার সিরিজ লিখছেন পলাশ মাহবুব। এবছর প্রকাশিত হয়েছে লজিক লাবু সিরিজের ৭ম উপন্যাস- ‘তেরো নম্বর তুলকালাম।’ তিনটি বই-ই প্রকাশিত খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে।

‘বই প্রকাশের ২৫ বছর’ এর অনুভূতি সম্পর্কে পলাশ মাহবুব জানান, ‘কখনো ভাবিনি একটানা ২৫ বছর ধরে বই প্রকাশিত হবে। নিঃসন্দেহে অসাধারণ অনুভূতি। লেখালেখি এখন অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবো।’

সম্পাদক : অপূর্ব আহমেদ