বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি বাংলাবাজার পত্রিকা.কম সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বাংলাবাজার পত্রিকা.কম পরমাণু শক্তি কমিশনে বিশাল নিয়োগ, আবেদন করতে হবে শিগগিরই বাংলাবাজার পত্রিকা.কম অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল: রিজভী বাংলাবাজার পত্রিকা.কম আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু আজ বাংলাবাজার পত্রিকা.কম শাহবাগ অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি বাংলাবাজার পত্রিকা.কম কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন: তারেক রহমান

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল রেমার মরদেহ উদ্ধার

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল রেমার মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। টাইটাস হিল্লোল কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন। তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

টাইটাস হিল্লোল রেমারের স্ত্রী অনুভা ম্রোং বলেন, পারিবারিক ও পেশাগত কারণে তার স্বামী বেশ কিছুদিন ধরেই বিষণ্নতায় ভুগছিলেন। এক সপ্তাহ ধরে তিনি ঘুমের ওষুধ খাচ্ছিলেন।

এ বিষয়ে কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল ৭টার পর হিল্লোল রেমার স্ত্রী কর্মস্থলে যান। পরে বেলা ১১টার দিকে স্বামীর মুঠোফোনে কল করেন তিনি। কল রিসিভ না করলে মেয়েদের ফোন করে বাবার খোঁজ নিতে বলেন। পরে মেয়েরা বাসায় এসে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে।

কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, টাইটাস হিল্লোল রেমার পরিবার জানিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ