বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি বাংলাবাজার পত্রিকা.কম সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বাংলাবাজার পত্রিকা.কম পরমাণু শক্তি কমিশনে বিশাল নিয়োগ, আবেদন করতে হবে শিগগিরই বাংলাবাজার পত্রিকা.কম অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল: রিজভী বাংলাবাজার পত্রিকা.কম আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু আজ বাংলাবাজার পত্রিকা.কম শাহবাগ অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি বাংলাবাজার পত্রিকা.কম কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন: তারেক রহমান

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১৬ বার পেছানো হয়েছে।

রবিবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। 

আদালত সূত্র বলছে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এ মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের 'বন্ধু' তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক রয়েছেন। 


পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র‍্যাব তদন্তভার গ্রহণ করে। গত নয় বছরেরও বেশি সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদ্‌ঘাটন করতে পারেনি।


হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য বহু অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু রহস্য উদ্‌ঘাটনের ফলাফল শূন্যই থাকে।


তদন্ত সংস্থা মাঝে মাঝে আদালতে প্রতিবেদন দাখিল করে জানায়, রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। তদন্ত সংস্থার ওই ধরনের প্রতিবেদনের মধ্যেই মামলার তদন্ত সীমাবদ্ধ রয়েছে।


সরকার পরিবর্তনের পর তদন্ত সংস্থা পরিবর্তন করে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া মামলার বাদী ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন।


সম্পাদক : অপূর্ব আহমেদ