মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৫০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি, বন্দীরা দিলেন নির্যাতনের বর্ণনা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম অধ্যক্ষের অনুরোধে সায়েন্সল্যাব থেকে সরে গেলেন শিক্ষার্থীরা বাংলাবাজার পত্রিকা.কম ২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা বাংলাবাজার পত্রিকা.কম ‘হয়রানি নিরসনে জামিননামা অনলাইনে, আদেশ চলে যাবে কারাগারে’ বাংলাবাজার পত্রিকা.কম ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের বাংলাবাজার পত্রিকা.কম ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর বাংলাবাজার পত্রিকা.কম কর্মবিরতির মধ্যেই শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ বাংলাবাজার পত্রিকা.কম ১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

কেরানীগঞ্জে স্কুলে মশক নিধন কর্মসূচি

কেরানীগঞ্জে স্কুলে মশক নিধন কর্মসূচি

ডেঙ্গুসংক্রান্ত আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত না থাকার কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যর্থতা বারবার আলোচনায় আসছে। ঢাকার বাইরের বিভিন্ন সিটি করপোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণেও রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ। এদিকে ডেঙ্গু ঝুঁকি এড়াতে কেরানীগঞ্জে শিক্ষার্থীদের সচেতন করতে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেছে ডাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। রোববার দুপুরে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আজহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে এ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন।


মশক নিধন কর্মসূচির শুরুতেই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এরপর ফগার মেশিনের মাধ্যমে স্কুল ও এরআশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- ডাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মেহেরুন নাহার, সহকারী শিক্ষক- শরীফুন নেছা, তাহমিনা আক্তার, ঊর্মিলা দাস, মর্জিনা বেগম, মো. হালিম সিকদার ও অর্পিতা কুণ্ডু। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হাজী মো. জুবায়ের আলম, মো. মোস্তাক ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন সুমন (সভাপতি-কেরানীগঞ্জ উপজেলা যুব আইনজীবী কল্যাণ সমিতি)। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হাজী সায়েম ও মো. বাবুল উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে সহায়তাকারী সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান কমল, কেরানীগঞ্জ কমিটির উপদেষ্টা মোক্তার হোসেন মুক্তি, ডা. বাদশা হোসেন, সহ-সভাপতি- এবিএম সিদ্দিক, মো. রবিন, সাংগঠনিক সম্পাদক- মো. ইমন, সদস্য মো. কাশিফ ও মো. ফয়সাল উপস্থিত ছিলেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ