বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

মূল বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশ ও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ বেশ কয়েককটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে ব্যারিকেড বসানোর চেষ্টা করেন। পরে র‌্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ছেড়ে তাদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে অস্থিরতা ও বুধবার এক নারী পোশাক কর্মীর মৃত্যুর পর আজ বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পোশাক কারখানার শ্রমিকরা তাদের মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে ২৩ অক্টোবর থেকে আন্দোলন করছেন। তাদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার।



সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন