সাংবাদিক মোহাম্মদ জোবায়ের আহমেদের ওপর প্রাণঘাতি হামলা চালানো হয়েছে। রোববার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর নাজিমউদ্দীন রোডে এ ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ হামলায় তার বাম হাতের কব্জি ও মধ্যমা আঙ্গুল ভেঙে যায়। এছাড়া সারা শরীরে গুরুতর যখম হয়েছে।
এরআগে প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সময়ে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সাংবাদিক জোবায়ের আহমেদ।
জানা যায়, রোববার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলকে প্রাইভেট কার দিয়ে ধাক্কা দেয়। এরপর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে হকি স্টিক দিয়ে তাকে পিটিয়ে হত্যা চেষ্টা করে ওই সন্ত্রাসী বাহিনী। মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে যান। তবে এ সময় তার এক হাত পিটিয়ে ভেঙে দেয় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করলে কর্তব্যরত পুলিশ সদস্য বলেন, আমরা একটি গোলমালের খবর পেয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। খবর নিয়ে আপনাদের জানাতে পারবো।