মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম সিনার হারিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় অবস্থিত একটি পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানাটির ৪ জন কর্মী দগ্ধ হন। তাদের একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানানো হয়নি। তবে, তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে।
বিষয়টি নিশ্চিত করে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা একটি জরুরি কল পান। সঙ্গে সঙ্গে বেস্তারি জয়া ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়।
আহমদ মুখলিস আরও জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন। এছাড়া বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় কারখানাটিতে। দগ্ধদের স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর দগ্ধ একজনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।