শনিবার, ১০ মে, ২০২৫

তাপপ্রবাহ কমতে পারে কবে?

তাপপ্রবাহ কমতে পারে কবে?

খুলনা ও রাজশাহী বিভাগে বর্তমানে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যার প্রভাব পড়ছে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও। তবে আশার খবর হলো, এই গরমের দাপট আগামী সোমবার (১৩ মে) থেকে ধীরে ধীরে কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই দিন থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

শনিবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (১২ মে) থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, দিনে ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এতে করে কিছু এলাকায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। এরপর সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা মোটামুটি একই রকম থাকলেও, বৃষ্টি ও কালবৈশাখীর কারণে গরমের তীব্রতা কমার সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, খুলনা ও রাজশাহী বিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি। তবে ১২ মে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হলে ১৮ বা ১৯ মে’র মধ্যে তাপপ্রবাহের দাপট অনেকটাই কমে আসতে পারে।

সম্পাদক : অপূর্ব আহমেদ