মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গদখালীতে ৩ কোটি টাকার ফুল বিক্রি

গদখালীতে ৩ কোটি টাকার ফুল বিক্রি

বিজয় দিবসকে কেন্দ্র করে গত ৫ দিনে যশোরের গদখালী ফুলের পাইকারি বাজার থেকে তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম।

তিনি জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে কেন্দ্র করে গত ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩ কোটি টাকা মূল্যের ফুল বিক্রি হয়েছে। গদখালীর ফুল সেক্টর থেকে এ বছর প্রায় ১১ ধরনের ফুল বাজারে উঠে ছিল।

তিনি জানান, এ বছর ফুলের দাম অনেক ভালো ছিল। কৃষকরা ভালো দামে ফুল বিক্রি করতে পেরে অনেকটাই খুশি। তিনি আরও জানান, সামনে নতুন বছর, বড়দিন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে এ অঞ্চলে কৃষকেরা প্রস্তুতি নিয়েছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে প্রায় ১০০ কোটি টাকার ফুল এ মৌসুমে বিক্রি করা যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, যশোর অঞ্চলের দেড় হাজার হেক্টর জমিতে প্রায় ১১ ধরনের ফুলের চাষ হয়। দেশের মোট ফুল চাহিদার ৭০ শতাংশ চাহিদা মেটায় গদখালীর ফুল সেক্টর।

সম্পাদক : অপূর্ব আহমেদ