রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ইত্যাদি মোড় এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে গুরুতর আহতের নেপথ্যের নায়ক ও কুখ্যাত কিশোর গ্যাং পাটালি গ্রুপের মূলহোতা ফালানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি সাত মসজিদ রোডে ছিনতাই, মাদক বিক্রি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলার নেপথ্যে কাজ করতো এই কিশোর গ্যাং লিডার। ফালান সদ্য বহিষ্কৃত যুবদল নেতা সন্ত্রাসী জাহিদ মোড়লের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় এক পরিবারের সাত সদস্যকে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করার পর নেপথ্যে এই কিশোর গ্যাং চক্রের নাম বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসে। এছাড়াও, পুলিশের ওপর হামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছি বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, যৌথবাহিনী পাটালি গ্রুপের গ্যাং লিডার ফালানকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সে জামিনে বেরিয়ে ফের অপরাধ কর্মকাণ্ড শুরু করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।