গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীসহ সারাদেশে ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।
ফসলহানির শিকার জেলাগুলোর মধ্যে রয়েছে: কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা ও শরীয়তপুর।
ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে: আউশ: ৪৪ হাজার ৬৬২ হেক্টর, আমন বীজতলা: ১৪ হাজার ৩৯৩ হেক্টর, শাকসবজি: ৯ হাজার ৬৭৩ হেক্টর, বোনা আমন: ২৯৭ হেক্টর, পাট, কলা, পেঁপে, পান, মরিচ ও গ্রীষ্মকালীন তরমুজ: প্রায় এক হাজার হেক্টর জমিতে।
জেলা অনুযায়ী ক্ষতির চিত্র: কুমিল্লা: ১১ হাজার ৫৯০ হেক্টর, নোয়াখালী: ৭ হাজার ৮০৬ হেক্টর, ফেনী: ১ হাজার ৬৫৫ হেক্টর।
তবে বৃষ্টিপাত কমে আসায় জমিতে জমে থাকা পানির পরিমাণও কমছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে। এছাড়া গোপালগঞ্জে ৮০, রাজশাহীর বাঘাবাড়িতে ৭৩ এবং আরিচায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে গেছে। এতে বৃষ্টিপাতের প্রবণতা কমছে এবং শুক্রবার থেকে আরও কমে আসবে।
তবে শুক্রবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় চারটি সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।