শনিবার, ১২ জুলাই, ২০২৫

সরকার পতনের আন্দোলন ও মুক্তিযুদ্ধ আলাদা বিষয়: গয়েশ্বর

সরকার পতনের আন্দোলন ও মুক্তিযুদ্ধ আলাদা বিষয়: গয়েশ্বর

সরকার পতনের আন্দোলন ও মুক্তিযুদ্ধ দুটি আলাদা বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডি মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তর। তারই ধারাবাহিকতায় চব্বিশ।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না। তবে এরইমধ্যে তা শুরু হয়েছে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে ঐক্যজোট করেন। ৩০০ আসনে প্রার্থী দেন। দেখেন জামানত টিকে কিনা।

তিনি বলেন, আমরা (বিএনপি) যাতে ক্ষমতায় যেতে না পারি, সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। পাগল হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য।


সম্পাদক : অপূর্ব আহমেদ