সোমবার, ১৪ জুলাই, ২০২৫

এশিয়ান হকিতে নারীরা তৃতীয়

এশিয়ান হকিতে নারীরা তৃতীয়

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল দারুণ সাফল্য পেয়েছে। প্রথমবারের মতো এই বয়সভিত্তিক আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে তারা তৃতীয় স্থান অর্জন করেছে।

রোববার চীনের দাজহুতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আইরিন রিয়া। ম্যাচের শুরুতে গোল করে লিড নেয় কাজাখস্তান, তবে আইরিনের জোড়া গোল ও অধিনায়ক রিমন সারিকা, কনা এবং নিনিসেন রাখাইনের গোলে দাপুটে জয় পায় বাংলাদেশ। কাজাখস্তান ম্যাচের শেষ দিকে একটি গোল পরিশোধ করে ব্যবধান কিছুটা কমায়।

নারী দলের তুলনায় পুরুষ দল থেকে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু তারা চতুর্থ হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-৫ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দল। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ সমতা থাকলেও শেষ কোয়ার্টারে তিন গোল হজম করে হেরে যায় তারা।

সেমিফাইনালেও একইরকমভাবে এগিয়ে থেকেও শেষ কোয়ার্টারে জাপানের বিপক্ষে হারতে হয়েছিল বালক দলকে।

সম্পাদক : অপূর্ব আহমেদ