মধ্যরাতে বাড়ি ফেরার পথে বগুড়া সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাটে এ ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে ঢাকায় নেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, বুধবার রাত ১১টার দিকে অতুল বগুড়া শহরের নবাব বাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ কেনার সময় প্রায় চারটি মোটরসাইকেলে মুখোশ পড়া অন্তত ৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা অতুলকে বাঁচাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, অতুলকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, দুর্বৃত্তরা সবাই মুখোশ পড়েছিল। তাদের শনাক্তের চেষ্টা চলছে। আহত যুবদল নেতার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান তিনি।