জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা সেখানে জড়ো হন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
দেখা গেছে, লাল-সবুজ পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। পাশেই পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
জুলাই যোদ্ধাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এখনো সরকার তাদের দাবি মেনে নেয়নি। আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য জুলাই সনদের স্বীকৃতি নিশ্চিত না হওয়ায় তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।
তাদের বক্তব্য, “জুলাই সনদ কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” তারা আরও জানান, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে টানা অবস্থান কর্মসূচিতে যাবেন।
এদিকে, অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।