সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৫১২ জনকে।
এ সময় অভিযান চালিয়ে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি এবং ১০টি ককটেল জব্দ করেছে।
পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এআইজি ইনামুল হক সাগর।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















