বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এ সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান।

গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

মঙ্গলবার (৫ আগস্ট) ঠিক বেলা ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।

সম্পাদক : অপূর্ব আহমেদ