সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

তার সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সম্পাদক : অপূর্ব আহমেদ