সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এখন শুধু ভিডিও নয়, ছবি পোস্ট করেও আয় করার সুযোগ দিচ্ছে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চালু হওয়া এই নতুন সুবিধা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ফলে, যেসব ক্রিয়েটর এখন পর্যন্ত শুধু ভিডিও কনটেন্টের মাধ্যমে আয়ের সুযোগ পাচ্ছিলেন, তারা এখন ছবি পোস্ট করেও ইনকাম করতে পারবেন।
ফেসবুকের এই নতুন মনিটাইজেশন সুবিধা মূলত ক্রিয়েটরদের আয় বাড়ানোর জন্য চালু করা হয়েছে। আগে ‘ইন-স্ট্রিম অ্যাড’ এবং ‘রিলস মনিটাইজেশন’-এর মাধ্যমে ভিডিও কনটেন্ট থেকেই আয় করা যেত। কিন্তু এবার ফটো পোস্টের সঙ্গেও বিজ্ঞাপন যুক্ত করে ক্রিয়েটরদের রাজস্ব দিচ্ছে মেটা।
ফেসবুক জানিয়েছে, এই সিস্টেমে ছবির পাশে বা নিচে বিজ্ঞাপন প্রদর্শিত হবে এবং সেই বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ক্রিয়েটর পাবেন। তবে, যোগ্যতা পেতে ক্রিয়েটরদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে—যেমন নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার, পেজ ইন্টারঅ্যাকশন, এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন ছোট এবং মাঝারি পর্যায়ের ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করবে। বিশেষ করে যারা ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, বা লাইফস্টাইল কনটেন্টে কাজ করেন, তারা এর মাধ্যমে সহজেই আয় করতে পারবেন।মেটা আশা করছে, এই নতুন ফিচার চালু হলে ক্রিয়েটরদের অংশগ্রহণ আরও বাড়বে এবং ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্টের বৈচিত্র্য বৃদ্ধি পাবে।