মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিশো না করায় রাফীর নতুন সিনেমায় সিয়াম

নিশো না করায় রাফীর নতুন সিনেমায় সিয়াম

অ্যাকশন-রোমান্টিক ঘরনরার বাইরে গিয়ে ভৌতিক গল্পে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আন্ধার’। আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ। এতে আফরান নিশোর কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে সরে যান এ অভিনেতা। নিশোর না করা সেই সিনেমাটি করছেন অভিনেতা সিয়াম আহমেদ।

এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনে নিশো জানিয়েছেন, আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।  এ জন্য রাফীর সঙ্গে নতুন প্রজেক্ট করার কথা থাকলেও করা হলো না।

ইতোমধ্যে সাইনিংও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশন চলছে। সিয়াম ছাড়া ছবিটিতে চঞ্চল চৌধুরীকেও দেখা যাওয়ার কথা রয়েছে।

বেশ ভালো বাজেটেই নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুটিং শুরু হবে সিনেমার, এরপর মুক্তি পাবে দুই ঈদের বাইরে।

এ ছাড়া আসন্ন রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গেও নতুন সিনেমায় আসছেন সিয়াম। পিওর রোমান্টিক গল্পের সেই সিনেমাটিও ফিরিয়ে দিয়েছিলেন শাকিব খান।


সম্পাদক : অপূর্ব আহমেদ