সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঢাকায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী আটক

ঢাকায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী আটক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ডেমরা এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করে সাইবার দক্ষিণ বিভাগের টিম। 

এর আগের দিন শনিবার দুপুরে ফার্মগেটের কেআইবি কনভেনশন হল এলাকা থেকে মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম গ্রেফতার করে নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিলকে (২০)। 

ওই দিন রাত ১০টা ২৫ মিনিটে উত্তরা বিভাগের আরেক টিম আটক করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপনকে।

 এ ছাড়া ডেমরা এলাকা থেকে রমনা বিভাগের একটি টিম ধরে কুমিল্লার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সালাউদ্দিন মামুনকে (৪৭)। একই দিন পল্টন এলাকা থেকে রমনা বিভাগের আরেক টিম আটক করে গোপালগঞ্জ সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজাকে (৫৪)।

 এই পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

সম্পাদক : অপূর্ব আহমেদ