২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা রদ্রিগেজ। সেখানেই প্রথমবার রোনালদোর সঙ্গে তার দেখা হয় এবং সম্পর্ক শুরু হয়। এরপর প্রায় ১০ বছর ধরে একসঙ্গে থাকছেন রোনালদো ও জর্জিনা। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।
সম্প্রতি বিয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা। এরইমধ্যে বাগদান সম্পন্ন করেছেন দুজন। কয়েকদিন আগে জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও।
এরপর থেকে রোনালদো-ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে—কবে হচ্ছে এই দুজনের বিয়ে। এর মাঝেই স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান দিয়েছেন কিছু ভেতরের খবর।
বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে গুজমান বলেছেন, আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনও তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। রোনালদোও বিষয়টা খুব গোপন রাখছেন।
বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে তিনি বলেন, আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে।
বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান, যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।
উল্লেখ্য, আগামী বছরের জুনে প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের মহাআসর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে মেক্সিকো ও কানাডা।