দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ওটিটি মাধ্যমেও। এবার এই অভিনেতা ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন মাসুমা রহমান নাবিলার সঙ্গে। সিরিজটির শিরোনাম ‘আকা’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ফেসবুক পেজে এক নাটকীয় ভিডিওর মধ্যদিয়ে সিরিজটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ উন্মুক্ত হবে এই সিরিজ।
হইচই’র সেই ভিডিওতে দেখা গেছে, আকার মুক্তির ঘোষণা দিচ্ছেন না বলে হাতুড়ি হাতে অভিনেতা নিশো মারতে যাচ্ছেন ভিকিকে! সেখানেই ভয় পেয়ে নির্মাতা বলেন, ‘আকা আসছে সেপ্টেম্বরের ৪ তারিখ হইচইয়ে, দেখতে ভুল করবেন না।’
ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে ৭ পর্বে তৈরি হয়েছে আকা। সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রচারের পর আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’
ইতিমধ্যেই বড় পর্দায় ২টি হিট সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। নতুন সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। এ সিরিজ নিয়েও অভিনেতা বেশ আশাবাদী।
এদিকে, আকা’র মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন নাবিলা।
তিনি বলেন, আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়; আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।