সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিসিবির নির্বাচন করা নিয়ে যা জানালেন বুলবুল

বিসিবির নির্বাচন করা নিয়ে যা জানালেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় আছেন আমিনুল ইসলাম বুলবুল। গেল মে মাসের শেষ দিকে দায়িত্ব নিলেও তিনি আগেই জানিয়েছিলেন স্বল্প সময়ের জন্য এ দায়িত্বে থাকবেন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। তাই নতুন করে বুলবুল বিসিবির নির্বাচনে অংশ নেবেন কি না সে প্রশ্ন ক্রিকেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে।

রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।

বুলবুল আরও বলেন, আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।

টি-টোয়েন্টি ম্যাচ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন,বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটাতো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।

অ্যাডহক কমিটি গঠনের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে বুলবুল বলেন,ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।

তিনি আরও বলেন, যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন। 

উল্লেখ্য, বিসিবি নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন বিসিবি সভাপতি বুলবুল। তবে নিজে নির্বাচনে অংশ নেবেন না বলেই জানিয়েছেন তিনি।

সম্পাদক : অপূর্ব আহমেদ