তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি ৪০ টাকা কমেছে সব ধরনের কাঁচা মরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত তিনদিন আগে বিক্রি হয়েছিল ১৬০ টাকায়। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমতে শুরু করেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, দেশের বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে, এর মধ্যেও কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। কাঁচা মরিচের কেজি ৫০ টাকা থাকলে ক্রেতাদের অনেক সুবিধা হবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সব নিত্যপণ্যের দাম কমে আসবে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন বলেন, কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। গত এক সপ্তাহ আগে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেশি- সেই সাথে ভারত থেকে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এতে করে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের তিনদিনে ১৩ ট্রাকে ১৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।