বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যাচ-২০ এর শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

তিনি জানান, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা ৫ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে—

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে ক্ষমা চাওয়া ও জবাবদিহি করা,

বিদ্যমান তদন্ত কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন,

আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন করা,আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা,

হামলাকারীদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের চাকরি থেকে বহিষ্কার করা।

জুবায়ের আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ