বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নতুন আইফোন নিয়ে যা জানা গেলো

নতুন আইফোন নিয়ে যা জানা গেলো

প্রতিবছরের মতো এবারও নতুন আইফোন মডেল উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দাওয়াত পাঠানো হয়েছে। তবে নতুন আইফোনের মডেল ও প্রযুক্তি সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ, আইপ্যাড প্রো ও ভিশন প্রোর নতুন সংস্করণও প্রদর্শন হতে পারে। এই ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজনের সম্ভাবনা রয়েছে। 

বিশেষভাবে আলোচনা হচ্ছে, নতুন আইফোনের একটি পাতলা সংস্করণ হতে পারে, যার নাম হতে পারে ‘আইফোন এয়ার’।

অ্যাপলের অন্যান্য পরিকল্পনা:

নতুন এন্ট্রি-লেভেল ও হাই-এন্ড অ্যাপল ওয়াচ

উন্নত সংস্করণের আইপ্যাড প্রো

আরও দ্রুতগতির ভিশন প্রো হেডসেট

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই এআই প্রযুক্তিতে এগিয়ে গেলেও অ্যাপল কিছুটা পিছিয়ে রয়েছে। তাই এবারের উন্মোচন অনুষ্ঠানে এ বিষয়ে নতুন পরিকল্পনা তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী চার বছরে প্রতিষ্ঠানটি ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনের একটি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার পরিকল্পনার সঙ্গে যুক্ত।


সম্পাদক : অপূর্ব আহমেদ