চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে এখন টাইগারদের তাকিয়ে থাকতে হচ্ছে আজ সোমবার অনুষ্ঠিত আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে।
গ্রুপ ‘বি’-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণ নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। সহজ হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কা জিতলেই টাইগারদের সঙ্গে নিয়ে শেষ চারে উঠবে তারা। তবে আফগানিস্তান জিতলেও বাংলাদেশের আশা থাকবে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে রশিদ খানের দলকে।
দলগত পরিবর্তনেও নজর কাড়ছে আজকের ম্যাচ। আফগানিস্তান একাদশে গাজানফার ও গুলবদিন নাইবের পরিবর্তে জায়গা পেয়েছেন মুজিব উর রহমান ও ডারউইশ রাসুলি। অন্যদিকে শ্রীলঙ্কা দলে এক পরিবর্তন মহীশ তিকশানার বদলে সুযোগ পেয়েছেন দুনিত ভেল্লালাগে।
বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে আজকের লঙ্কানদের ব্যাট-বলের ওপর। আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে, তবে টাইগারদের সুপার ফোরের আশা টিকে থাকবে। তবে লঙ্কানরা জিতলে সরাসরি শেষ চারে জায়গা হবে বাংলাদেশেরও।
শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।
আফগানিস্তানের একাদশ: সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, ডারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জনাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম
























