পাকিস্তানের বিপক্ষে ‘সেমিফাইনালে’ টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। আজও নেই মূল অধিনায়ক লিটন দাস। ভারতের বিপক্ষে খেলা ১১ জনের তিনজন নেই আজ। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ। অন্যদিকে পাকিস্তান দলে কোনো পরিবর্তন আসেনি।
প্রথম ওভারেই আঘাত হানে বাংলাদেশ। মাত্র ৪ রান তুলতেই উইকেট হারায় পাকিস্তান। সাহিবজাদা ফারহানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শততম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেট পেলেন তাসকিন। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম।
আগের বলেই চার মেরে রানের খাতা খোলা সাহিবজাদা স্কয়ার ড্রাইভ করতে গিয়ে বলটা তুলে দেন রিশাদের হাতে।
পরের ওভারেই ফের পাকিস্তানকে চাপে ফেলেন মেহেদী হাসান। এক ম্যাচ পর দলে ফিরিয়েই প্রথম ওভারে উইকেট পান এই অফ স্পিনার। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফেরান ফর্ম হারিয়ে ফেলা সাইম আইয়ুবকে। তার আউটে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থবারের মতো শূন্য রান করলেন সাইম।
বাংলাদেশ দল: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।