বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জামায়াত প্রসঙ্গে যা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জামায়াত প্রসঙ্গে যা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

১৯৭১ সালে কোন রাজনৈতিক দলের যদি বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়।

স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বিএনপি নেতাদের প্রশ্ন তোলার বিষয়ে তারেক রহমান জানান, ২০২৪ সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এবং বিগত ১৭ বছর যারা গুম-খুন করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনও বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন। ওটা তো আর আমি দিতে পারবো না। আমারটা আমি দিতে পারবো। অন্যেরটা তো আমি দিতে পারবো না।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম, আইন-কানুন আছে, এগুলোর ভিতরে থেকে যদি কেউ রাজনীতি করে অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই বিষয়টি আমরা এভাবেই দেখতে চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে। এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক। 

আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিএনপি কখনই পেশি শক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনায় নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।

তারেক রহমান বলেন, নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সবসময় কমবেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করবো- সেটি হচ্ছে অবশ্যই কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইবো, যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, ওঠাবসা আছে, যে মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম।

তিনি আরও বলেন, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এমন মানুষকেই প্রায়োরিটি দিব যার সাথে বিভিন্ন শ্রেণির মানুষ, তরুণ, নারী, মুরুব্বিসহ ছাত্র-ছাত্রী সবার সাথে কমিউনিকেশন আছে। অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে। যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে। জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না। আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যেই শুধু দলেরই সমর্থন নয় বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে। আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি। এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছি।

তিনি বলেন, শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে। বিভিন্ন মানুষের অংশগ্রহণ থাকে। কাজেই যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব, চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন আছে। শুধুমাত্র দলীয় সমর্থন নয়, এরকম মানুষ।


সম্পাদক : অপূর্ব আহমেদ