ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ক্যারিয়ার নিয়ে যতোটা না আলোচনা হয়েছে, তার থেকে বেশি সমালোচিত হয়েছেন ব্যক্তিজীবন নিয়ে। বিশেষ করে একাধিক প্রেম নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের শিকার হন তিনি। এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন সময় নানা ধরনের গুঞ্জনও উঠেছে তাকে ঘিরে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। এ পর্যন্ত মোট কতবার বিয়ে করেছেন, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘একবার’। তারপর উপস্থাপক জানতে চান, চিত্রনায়ক শরিফুল রাজের কথা বলছেন, তাহলে বাকি বিয়ের কথা কেন শুনি আমরা? তখন পরীমণি বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’
অভিনেতা শরিফুল রাজ ছাড়াও অনেকের সঙ্গে নাম জড়িয়েছে পরীমণির। শোবিজে অভিষেকের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। এমন গুঞ্জনও উঠেছে কয়েকবার। খালাতো ভাইকে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল’। তারপর উপস্থাপক ফের জানতে চান, কতবার বিয়ে করতে চাও তুমি? পরীমণি বলেন, আমার না আসলে ১২টি বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এই গুঞ্জন এভাবে স্টাবলিশ হবে, তা কখনও বুঝিনি। তাহলে এ কথা কখনও বলতাম না।’
ওই স্বাক্ষাৎকারে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন পরীমণি। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।’
এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, না। তারপরই আবার বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।