গেল কোরবানি ঈদের পরে ঢালিউড মেগাস্টার শাকিব খান আবারও শুটিংয়ে ফিরেছেন। ৫ অক্টোবর থেকে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করেছেন এই তারকা। এরইমধ্যে শাকিব ভক্তদের জন্য আরও একটি সুখবর। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার।
সোমবার (৬ অক্টোবর) এক পোস্টে অজয় কুমার কুণ্ডু লেখেন, “মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’সহ আরও বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে মেগাস্টার শাকিব খানের চুক্তি সম্পন্ন হয়েছে।”
এই প্রতিষ্ঠানের সঙ্গে দুই সিনেমার চুক্তির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্তের উন্মোচন হলো—এমনটি জানিয়েছেন শাকিব খান।
তিনি বলেন, ‘আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে। দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সে ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ। তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, তাদের মতো করে অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে, আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে।’
মেগাস্টার শাকিব খানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন, সময় দিয়েছেন। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।’
দেশপ্রেমকে উপজীব্য করে সংবেদনশীল এই সিনেমা কাহিনীর অভিনবত্ব, আধুনিক নির্মাণ ও বিশাল আয়োজনের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করছেন ‘সোলজার’ ছবির পরিচালক সাকিব ফাহাদ।