বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মাচাদোর নোবেল জয়ের পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

মাচাদোর নোবেল জয়ের পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করার কয়েক দিনের মধ্যেই নরওয়ের অসলোতে অবস্থিত দেশটির দূতাবাস আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা করা হয়। বিবিসি জানিয়েছে, সোমবার মাদুরো প্রশাসন অসলোতে দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত নেয়।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভেনেজুয়েলার দূতাবাস আমাদের জানিয়েছে যে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তবে এর কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। এটি দুঃখজনক। বেশ কিছু ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়।

মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার মাত্র তিন দিন পরই এই ঘটনা ঘটল। নরওয়েজীয় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রাইডনেস মাচাদোর প্রশংসা করে বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মাচাদোকে সম্মানিত করা হয়েছে।

তবে মাদুরো সরকার এই পুরস্কারকে ভালোভাবে নেয়নি। রোববার প্রেসিডেন্ট মাদুরো, মাচাদোর পুরস্কারের কথা সরাসরি উল্লেখ না করেই, ৫৮ বছর বয়সী এই পুরস্কারপ্রাপ্তকে ডিমোনিক উইচ (দৈত্যাকার ডাইনি) বলে আখ্যায়িত করেন। মাদুরো ভেনেজুয়েলায় একটি অনুষ্ঠানে বলেন, আমরা শান্তি চাই এবং আমরা শান্তি পাবো; তবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে শান্তি।


সম্পাদক : অপূর্ব আহমেদ