বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে দেখে শুনেই এগোচ্ছে সফরকারী। পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট এবং ৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৪ রান। অ্যালিক অ্যাথানাজে ১৬ রানে এবং কার্টি ২০ রানে ব্যাট করছেন।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের তৃতীয় বলে ব্যান্ডন কিংকে  লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। 

এরপর দেখে শুনে দলকে এগিয়ে নিতে থাকেন অ্যালিক অ্যাথানাজে ও কার্টি। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা।


সম্পাদক : অপূর্ব আহমেদ