ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাত জন। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় বুধবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী আবু সাঈদ ওই এলাকার মোমতাজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাকির হোসেন ও বাবুলের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্থানীয়রা সাঈদকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।
পরে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাঈদকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, বেরাইদ এলাকার মারামারির ঘটনায় এক ব্যক্তিকে লোকজন মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে রয়েছে বলে ওসি জুয়েল মিঞা জানিয়েছেন।