বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভেনাস অব বলিউড

মধুবালা তথা মমতাজ জাহান দেহলভী -ফাইল ছবি

মুঘল হেরেমের রহস্যময়ী নর্তকী আনারকলির মৃত্যু নিয়ে রহস্যের অন্ত নেই। কেউ বলেন, শাহজাদা সেলিমের সঙ্গে প্রেম ও প্রণয়ের জন্য তাকে জীবন্ত কবর দিয়েছিলেন সম্রাট আকবর।

কারো মতে, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। অনেকের মতে সুড়ঙ্গপথে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল অজানা ঠিকানায়।

চলচ্চিত্রের রূপালি পর্দায় আনারকলি হয়েছিলেন মধুবালা তথা মমতাজ জাহান দেহলভী (১৪ ফেব্রুয়ারি, ১৯৩৩-২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯)। মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় তার। সে মৃত্যও বেদনায় বিদীর্ণ।

যিনি মধুবালা নামেই বেশি পরিচিত, তিনি ছিলেন একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী। তিনি অনেক হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তিনি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বাধিক সুন্দর-আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেও গণ্য হন। পরিচিত হন 'ভেনাস অব বলিউড' নামে।

৩৬ বছরে জীবনে দীর্ঘ ৯ বছর হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিছানা নিয়েছিলেন চলচ্চিত্রের আনারকলি নামে খ্যাত মধুবালা। তবে শুধু চলচ্চিত্রেই নয়, বাস্তবেও সেলিমের বা দিলীপ কুমারের প্রেমে পড়েন মধুবালা। দীর্ঘ সাত বছর চলেছিল তাদের প্রেমপর্ব। এই সম্পর্ক একদিন আকস্মিক ভেঙে যায়।

সম্পাদক : জোবায়ের আহমেদ