আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। এবার বিশ্বকাপের সাত মাস আগেই ফাঁস হয়েছে আর্জেন্টিনার জার্সি।
জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ প্রতিবেদনে জানিয়েছে, বিখ্যাত ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ ফাঁস করেছে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের হোম জার্সির নকশা।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও ফুটি হেডলাইনস আর্জেন্টিনার জার্সির নকশা ফাঁস করেছিল, যা পরে হুবহু মিলে গিয়েছিল।
আর্জেন্টিনার জার্সি মানেই আকাশি ও সাদা রঙের মিশেল। আসন্ন বিশ্বকাপের জার্সিতেও থাকছে সেই ঐতিহ্যবাহী রঙ, তবে এবার যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া।
নতুন জার্সির ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ।
কাঁধের দিকে থাকছে অ্যাডিডাসের স্বাক্ষর, তিনটি কালো সমান্তরাল স্ট্রাইপ। আর শর্টস ও মোজা থাকবে নেভি ব্লু রঙের। গত বিশ্বকাপে সাদা শর্টস ও মোজা পরে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবারের জার্সিতে থাকবে তিনটি সোনালি তারা, যা নির্দেশ করবে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়কে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের গৌরবময় স্মৃতি।
সব সময়ের মতো এবারও আর্জেন্টিনার জার্সি তৈরি করছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম






















