মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

ক্যারিবীয় দেশ জ্যামাইকায় আঘাত হানতে চলেছে  ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। ঘূর্ণিঝড়টি কয়েক ঘণ্টার মধ্যে উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে এবং বর্তমানে এটি স্থলভাগ থেকে মাত্র ৪০ মাইলেরও কম (৬৪ কিলোমিটার) দূরত্বে অবস্থান করছে। এর প্রভাবে ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আল জাজিরার এক প্রতিবেদনে জুম আর্থের স্যাটেলাইট মানচিত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসছে। উপকূলের যত কাছে আসছে, এর ধেয়ে আসার গতিও তত বাড়ছে। জুম আর্থের স্যাটেলাইট মানচিত্র অনুসারে, অল্প সময়ের মধ্যেই এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি জ্যামাইকার মূল ভূখণ্ডে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ