মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গন থেকে চারজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।

মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী তারকা আমিনুল হক। বর্তমানে তিনি দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


খুলনা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি। এছাড়া ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম এসেছে ক্রীড়া সংগঠক ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের।


 

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, যিনি সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট


সম্পাদক : অপূর্ব আহমেদ