অপার সৌন্দর্যের মূর্ত প্রতীক তুমি
আঁধারের বুকে পথচলার উজ্জ্বল চেরাগ তুমি
তুমিই আমার জীবনে চাঁদনী আলো
তুমিই কত না আমাকে বেসেছো ভালো ।
তবুও অতৃপ্ত আমি
অপূর্ণ আমি
চিরায়ত যৌবনের বুকে পিপাসার্ত কাক আমি।
আমি তোমাকেই খুঁজে ফিরি
প্রেমময় অনন্ত যৌবনে
স্বপ্ন ও সাধনার চিরন্তন ভুবনে
ঐশী ছোঁয়ার আহ্বানে ।
সাহিত্য | বাংলাবাজার পত্রিকা.কম























