ঢালিউড মেগাস্টার শাকিব খানের অভিনয় কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতিতে ছাড়িয়ে গেছে অন্য সব তারকাদের। সিনেমা, বিজ্ঞাপন কিংবা শোরুম উদ্বোধনে হাকেন বড় অংকের বাজেট।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাকিব। সেখানে তাঁর আসন্ন অ্যাকশন-ধর্মী সিনেমা ‘সোলজার’-এর লুকে দেখা যায়। ঘন গোঁফের সঙ্গে সাদা কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে ভক্তদের মন কেড়েছেন।
সামাজিকমাধ্যমে তার গোঁফ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এরইমধ্যে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া সরকার এক পোস্টে গণমাধ্যমের বরাদ দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের সুপারষ্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারষ্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেষ্টিং কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?’
কিবরিয়ার তথ্য মতে শাকিব ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। যা হিসাব করলে দাড়ায় প্রতি মিনিটে পৌনে দুই লাখ বা ১ লাখ ৭৫ হাজার টাকা।
গতকাল শোরুম উদ্বোধনের খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে মেগাস্টারকে এক নজর দেখতে শোরুমের সামনে তৈরি হয় মানুষের এক বিশাল সমুদ্র!
ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন শাকিব খান। গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে দর্শকদের উপহার দিচ্ছেন একের পর এক সফল সিনেমা। যা ভালোবাসার সঙ্গে লুফে নিচ্ছে তার অনুরাগীরা। সম্প্রতি নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে।
শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।
বিনোদন | বাংলাবাজার পত্রিকা.কম






















