শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

১০ হাজার টাকার মধ্যে সেরা ৩ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে সেরা ৩ স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ১০ হাজার টাকার (প্রায়) বাজেটে এমন অনেক মডেল পাওয়া যাচ্ছে, যেগুলো শুধু কল বা মেসেজের জন্য নয় — সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, হালকা গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে বেশ কার্যকর। 


ফোন কেনার সময় খেয়াল রাখুন


ব্যাটারি ও চার্জিং: বড় ব্যাটারি (৫০০০mAh বা তার মতো) + দ্রুত চার্জিং সুবিধা হলে ভালো।


প্রসেসর ও র‍্যাম‑স্টোরেজ: হালকা গেম ও মাল্টিটাস্কিংয়ের জন্য কমপক্ষে ৪GB র্যাম ও ৬৪GB স্টোরেজ সুবিধাজনক।

ওয়ালটনের তৈরি এই ফোনের দাম সবচেয়ে কম। 


ডিসপ্লে ও রিফ্রেশ রেট: বড় স্ক্রিন, ভালো রেজোলিউশন এবং সম্ভব হলে ৯০Hz বা তার বেশি রিফ্রেশ রেট ভালো অভিজ্ঞতা দেয়।


ক্যামেরা ও সংযোগ: পেছনের এবং সামনে ভালো ক্যামেরা, ৪জি বা ৫জি সংযোগ এবং রেকলোন ডিজাইনের ফিচার।


পরবর্তী আপডেট ও সার্ভিস সাপোর্ট: ব্র্যান্ড ও সার্ভিস সাপোর্ট ভালো হলে আরও দীর্ঘ সময় ব্যবহার করা যায়।


বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন মডেল


নিচে কয়েকটি মডেলের তথ্য দেওয়া হলো, যেগুলো ১০ হাজার টাকার মধ্যে বা তাতে কাছাকাছি রয়েছে।


১০ হাজার টাকার মধ্যে যত ফোন


এই তালিকায় রয়েছে প্রথমেই আছে ওয়ালটন প্রিমিও জিএম৪। যার বাজারদর ৭৫৯০ টাকা। এরপরই আছে টেকনো পপ ৭ মডেল। যার দাম ৮৯৯০ টাকা। বাংলাদেশি ব্র্যান্ড সিম্পনির জেড ৬০ কিনতে পারবেন ৯ হাজার ৯৯৯ টাকায়। 



সিম্ফনির এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যেই।


১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন নেওয়ার সময় আমরা হয়তো ফ্ল্যাগশিপ মডেলের সমস্ত ফিচার (যেমন অত্যধিক প্রসেসিং শক্তি, ৫G সর্বত্র, খুব উচ্চ রেজুলিউশন ক্যামেরা) পাব না,  কিন্তু  ‘ভালো ব্যালান্স’ খুঁজলে বাজেট ফোনও আজ অনেক ভালো পারফরম্যান্স দিচ্ছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ