দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারতের মাটিতে পা রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আজ থেকে শুরু হচ্ছে তার তিন দিনের সফর। ইতোমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন তিনি। তার সঙ্গে আছে জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন তারা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনিতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২মিনিটে।
মেসিদের তিন দিনের সফরের প্রথমদিন আজ। বেশকয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আসুন দেখে নেওয়া যাক প্রথমদিনে কি কি করবেন মেসি
সকাল ৯টা ৩০মিনিট–১০টা ৩০ মিনিট: অতিথিদের সঙ্গে সাক্ষাৎ
সকাল ১০টা ৩০মিনিট–১১টা ১৫ মিনিট: মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১টা ১৫ মিনিট–১১টা ২৫ মিনিট: যুবভারতীতে মেসির আগমন
দুপুর ১১টা ৩০ মিনিট: যুবভারতীতে পৌঁছাবেন শাহরুখ খান
দুপুর ১২টা: মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলীর আগমন
দুপুর ১২টা–১২টা ৩০ মিনিট: প্রীতি ম্যাচ, সম্মাননা ও মেসির সাথে আলাপ
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশে রওনা
সন্ধ্যা ৭টা: রাজীব গান্ধী স্টেডিয়ামে মেসির সঙ্গে ম্যাচে খেলবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। সন্ধ্যায় থাকছে কনসার্ট।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম























