বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম মেসির সফরে বিশৃঙ্খলার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম 'মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না' বাংলাবাজার পত্রিকা.কম স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি: এ্যানি বাংলাবাজার পত্রিকা.কম রিমান্ড শুনানিতে মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য দিলেন কবির বাংলাবাজার পত্রিকা.কম রেকর্ড দামে মুস্তাফিজ দল পেলেও অবিক্রীত তাসকিন বাংলাবাজার পত্রিকা.কম রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ বাংলাবাজার পত্রিকা.কম 'যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী' বাংলাবাজার পত্রিকা.কম পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল বাংলাবাজার পত্রিকা.কম নতুন মুক্তিযোদ্ধা ৮৪, মুক্তিযুদ্ধের সহযোগী তালিকায় ২৮ জনের নাম বাংলাবাজার পত্রিকা.কম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে তোলপাড়

'মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না'

'মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না'

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী যাত্রা শেষে শাহবাগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, তেমন ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার।


তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারি নাই।


এনসিপির এই আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র কায়েম করার বারবার চেষ্টা করেছে। 


তিনি বলেন, আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।


অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নাই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে। 


তিনি বলেন, জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাবো।


নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই।


সম্পাদক : অপূর্ব আহমেদ