শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয়ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোরালো আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ বক্তব্যে ডিএমপি কমিশনার বর্তমান পরিস্থিতি নিয়ে পুলিশের অবস্থান পরিষ্কার করেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছানোর পর কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক উত্তেজনা ও বিচ্ছিন্ন ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে থেকে কাজ করছেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রতিটি বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। একটি সঠিক ও নিরপেক্ষ তদন্ত আমরা নিশ্চিত করব।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালীন মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি শাহাদাত বরণ করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ