শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়াতে মানুষের ঢল

হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়াতে মানুষের ঢল

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারও মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের আশপাশে লোকজনের ব্যাপক উপস্থিতি। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাদির জানাজায় অংশ নিতে এই এলাকায় এসেছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া থেকে হাদির জানাজায় অংশ নিতে আসা হাফিজুর রহমান নামের একজন শুভাকাঙ্ক্ষী বলেন, হাদিকে কখনও আমি নিজের চোখে দেখিনি। কিন্তু তার মৃত্যু আমার হৃদয় স্পর্শ করে গিয়েছে। তার দেশ প্রেমে মুগ্ধ হয়ে শেষবারের জন্য একবার তাকে দেখার জন্য এসেছি।

হাদির জানাজায় অংশ নিতে কেউ হেঁটে গন্তব্যে আসছেন, কেউ রিকশা যোগে আবার কেউবা মেট্রোরেল করে আসছেন। 

মেট্রোরেলের ফার্মগেট স্টেশন অনেক মানুষের সমাগম দেখা যায়। তারাও হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন। 

মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে আরিফুল ইসলাম শাওন নামের বেসরকারি কর্মজীবী বলেন, আমি পুরান ঢাকা থেকে সচিবালয় হয়ে ফার্মগেটে মেট্রোরেলে করে এসেছি হাদির জানাজায় অংশ নিতে। একটু আগেভাগেই চলে এসেছি যেন সামনের কাতারে দাঁড়াতে পারি।


এদিকে ওসমান হাদিকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধে। সেই সমাধিস্থল দেখতেও দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারও মানুষ।


খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা হাবিবুর রহমান বলেন, হাদি আজীবন এ হৃদয়ে থাকবে। তাকে শেষবারের জন্য একবার দেখতে এসেছিলাম। কিন্তু সেই সৌভাগ্য আর হবে না। তাই তার সমাধিস্থ দেখতে এসেছি।



নোয়াখালী থেকে আসা হৃদয় নামের এক শুভাকাঙ্ক্ষী বলেন, হাদি ভাই হচ্ছেন এমন একজন ব্যক্তি, তেত্রিশ বছরের এমন একজন যুবক যিনি জাতির জন্য যা বুঝতে পেরেছেন তা আমরা বুঝতে পারিনি। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত হাদি থাকবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ