সামির মিনহাসের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ভারতকে ১৫৬ রানে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত।
মিনহাসের রেকর্ড গড়া ১৭২ রানের বিশাল স্কোরের সুবাদে ভারতের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে হেসে খেলে জয় পায় পাকিস্তান। আজ ফাইনাল ম্যাচে পাকিস্তান করে ৩৪৭ রান।
ফাইনালে এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত। ২০১৪ সালের সেই ম্যাচে ৪০ রানে হেরেছিল পাকিস্তান। আজ রেকর্ড রান করে ভারতের বিপক্ষে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান।
রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।
তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার।
৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।
শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ।
দিপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।
টার্গেট তাড়া করতে নেমে আলি রেজার গতির মুখে পড়ে ইনিংসের তৃতীয় ওভার থেকেই উইকেট হারাতে থাকে ভারত। একের পর এক উইকেট পতনের কারণে ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন পেস বোলার দিপেশ দেবেন্দ্র। পাকিস্তানের হয়ে আলি রেজা ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন সায়েম, সুবহান ও হুজায়ফা।
খেলা | বাংলাবাজার পত্রিকা.কম























