মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলোর মামলায় আসামি ৫০০, ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা

প্রথম আলোর মামলায় আসামি ৫০০, ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

মামলাটি করা হয়েছে রোববার রাতে ঢাকার তেজগাঁও থানায়। প্রথম আলোর করা এই মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

একইদিন আরেকটি ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে, ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন। কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এটা নির্ধারণ করতেছে। অফিশিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে। তাদের টোটাল কি কি খোয়া গেছে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে।”

পুলিশ জানায়, প্রথম আলোর করা মামলায় অভিযোগ করা হয়েছে—হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় কেবল লুটপাট করা সম্পদের মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা এবং সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা।


এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ইতোমধ্যে ডিএমপি ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”


তিনি আরও জানান, হামলার ভিডিও বিশ্লেষণ করে এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারদের নাম হলো— মো. নাইম, মো. আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, মো. বিপ্লব, মো. নজরুল ইসলাম মিনহাজ, মো. জাহাঙ্গীর, মো. সোহেল রানা, মো. হাসান, রাসেল ওরফে শাকিল, মো. আব্দুল বারেক শেখ আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, মো. প্রান্ত ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাসেম, রাজু হোসাইন ও মো. সাইদুর রহমান।


গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, “রাজনৈতিক সম্পৃক্ততা আমি খুঁজতে চাচ্ছি না, এরা দুষ্কৃতিকারী। তারা আইন ভঙ্গ করেছে। আইন নিজের হাতে তুলে নিয়েছে। বাংলাদেশের প্রচলিত যে আইন ও বিচার ব্যবস্থা আছে, সে বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক।”

সম্পাদক : অপূর্ব আহমেদ