২০২৫ সাল শেষ হতে যাচ্ছে। তবে চলতি বছরেই ভারতের সিনেমা ব্যবসার চিত্র অনেকটাই বোঝা যাচ্ছে। বিভিন্ন ভাষায় এখন পর্যন্ত ভারতে মুক্তি পেয়েছে এক হাজার পাঁচশোরও বেশি সিনেমা। এত বিপুল সংখ্যক ছবির মধ্যেও আশ্চর্যজনকভাবে কোনো সিনেমাই হাজার কোটি রুপির ক্লাবে ঢুকতে পারেনি।
ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মুক্তি পাওয়া মোট ১,৫১৯টি সিনেমার সম্মিলিত গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১২,২৯১ দশমিক ২৭ কোটি রুপি। সংখ্যার বিচারে এটি বড় হলেও, একক কোনো সিনেমার হাজার কোটির মাইলফলক স্পর্শ না করা নিয়ে আলোচনা কম নয়।
এই তালিকায় সবার ওপরে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ছে। মুক্তির ২০ দিনের মধ্যেই (এখনও প্রেক্ষাগৃহে চলমান) বিশ্বজুড়ে ৯৪৪ কোটি রুপি আয় করে এটি ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পেয়েছে। বিদেশি বাজারে শক্ত অবস্থান, মাল্টিপ্লেক্স ও মাস সেন্টারে ধারাবাহিক দর্শক উপস্থিতি এবং ইতিবাচক মুখে-মুখে প্রচার-সব মিলিয়েই এই সাফল্য।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ২০২২ সালের ‘কান্তারা’র প্রিকুয়েল ছবিটি কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন রেকর্ড গড়ে বিশ্বজুড়ে ৮৫২ কোটির বেশি রুপি আয় করেছে।
তালিকার পরের দিকে রয়েছে ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘ছাবা’। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৮০৭ দশমিক ৯১ কোটি রুপি। মাত্র ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ হয়ে ওঠে বছরের বড় চমক। অল্প প্রচারেও ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় রোমান্টিক সিনেমার স্বীকৃতি পায়, আয় ৫৭০ দশমিক ৩৩ কোটি রুপি।
রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ব্যাপক হাইপ থাকা সত্ত্বেও মাঝারি সাফল্য পেয়ে থামে ৫১৮ কোটি রুপিতে। অন্যদিকে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে আয় করে ৩৬৪ দশমিক ৩৫ কোটি রুপি।
বছরের স্লিপার হিট হিসেবে আলোচনায় এসেছে অ্যানিমেশন ছবি ‘মহাবতার নৃসিংহ’, যা মাত্র ৪০ কোটি বাজেটে তৈরি হয়ে আয় করেছে ৩২৬ দশমিক ৮২ কোটি রুপি। নারী সুপারহিরোকে কেন্দ্র করে নির্মিত মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ আয় করেছে ৩০৩ দশমিক ৬৭ কোটি রুপি, যা আঞ্চলিক সিনেমার জন্য বড় সাফল্য।
এ ছাড়া পবন কল্যাণ অভিনীত ‘দে কল হিম ওজি’ আয় করেছে ২৯৩ দশমিক ৬৫ কোটি রুপি এবং সমালোচনার মুখেও অক্ষয় কুমারদের ‘হাউসফুল ৫’ বিশ্বজুড়ে তুলেছে ২৮৮ দশমিক ৬৭ কোটি রুপি।
সব মিলিয়ে, হাজার কোটির ক্লাব অধরাই থাকলেও ‘ধুরন্ধর’-এর নেতৃত্বে ২০২৫ সাল ভারতীয় সিনেমার জন্য বিশ্ব বক্স অফিসে এক স্মরণীয় ও ঐতিহাসিক বছর হয়ে থাকল।
বিনোদন | বাংলাবাজার পত্রিকা.কম























