শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নওগাঁয় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

নওগাঁয় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

নওগাঁয় ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ২ ডিগ্রি নিম্নমুখী।

স্থানীয়রা জানান, ভোর থেকেই কুয়াশায় ঢাকা চারপাশ। সঙ্গে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুইদিন থেকে সূর্যের দেখা মিললেও আবারও বিকেল হতেই তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করে। রাত বাড়তে থাকলে শীতও বাড়তে থাকে। 


তারা আরও জানান, শীত উপেক্ষা করে তারা কর্মক্ষেত্রে যাচ্ছেন। তবে কিছুটা বেগ পেতে হচ্ছে। 

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, বেশ কিছুদিন থেকেই জেলায় ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে। দুপুর শুরুর দিকে সুর্যের দেখা মিললে কমতে থাকে শীতের তীব্রতা। 

তিনি আরও বলেন, ভোর থেকে বৃষ্টির মত ঝরছে কুয়াশা। এতে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

হামিদুল হক বলেন, এমন আবহাওয়ায় ঠান্ডাজনিত রোগও বাড়ছে। তাই খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের না হওয়া ভালো।


সম্পাদক : অপূর্ব আহমেদ